এসএসসি পরীক্ষা ২০২২ নতুন রুটিন প্রকাশ – দেখে নেও সকল বোর্ড

 



20 লাখের অধিক শিক্ষার্থী অপেক্ষা করছে চলতি বছর এসএসসি পরীক্ষা ২০২২ কবে শুরু হবে কারণ ইতিমধ্যে পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয়।
সিলেট সুনামগঞ্জ বন্যা পরিস্থিতির কারণে এসএসসি পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে।
কিন্তু বর্তমানে সিলেট সুনামগঞ্জ সারাদেশে কয়েকটি জেলার বন্যার পরিস্থিতি খুবই খারাপ অবস্থা।
এসএসসি পরীক্ষার আয়োজন নিয়ে বিভিন্ন সমস্যা দেখা দিয়েছে। তাছাড়া বর্তমানে বাংলাদেশে করোনার সংক্রমণ হার বেড়েছে।
এই অবস্থা এসএসসি পরীক্ষা কবে আয়োজন করা হবে তা অনেক শিক্ষার্থী ও অভিভাবক জানতে চায়।

আরও পড়ুনঃ

শিক্ষা মন্ত্রণালয় থেকে বলা হয়েছে এবারে পরীক্ষার নতুন নিয়মে আয়োজন করা হবে। যেখানে পরীক্ষা সময় পরীক্ষার নম্বর এবং পরীক্ষার বিষয় পরিবর্তন করা হয়েছে।
প্রতি বছর যে ভাবে পরীক্ষা হয় এবার সেভাবে পরীক্ষা হবে না। তবে পরীক্ষা আয়োজন করা হবে কোন ধরনের অটো পাস বা সাবজেক্ট কমানোর সুযোগ নেই।
ইতিমধ্যে শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে চলতি বছর এসএসসি পরীক্ষা তিন ঘণ্টার পরিবর্তে নেয়া হবে দুই ঘন্টায়।
যার মধ্যে শিক্ষার্থীরা প্রথম দিকে ২০ মিনিট পাবে বহুনির্বাচনী প্রশ্ন উত্তর দেওয়ার জন্য। পরবর্তীতে সৃজনশীল প্রশ্ন লেখার জন্য শিক্ষার্থীরা এক ঘন্টা 40 মিনিট সময় পাবে।
শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে এবারের পরীক্ষায় চারটি বিষয় বাদে আয়োজন করা হবে। যে বিষয়গুলো জেএসসি রেজাল্ট এর মাধ্যমে সাবজেক্ট ম্যাপিং করা হবে।
এ ক্ষেত্রে যে সকল বিষয়ে পরীক্ষা হবে না তাহলো ধর্ম-বিজ্ঞান বাংলাদেশ ও বিশ্বপরিচয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি।
শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে বিজ্ঞান মানবিক ও ব্যবসায় বিভাগের শিক্ষার্থীদের সর্বমোট ৯ টি বিষয়ে পরীক্ষা


দিতে হবে এবং এই চারটি বিষয় জেএসসি থেকে সাবজেক্ট ম্যাপিং করে ফলাফল প্রকাশ করা হবে।
তাছাড়া এবারে পরীক্ষার মান বন্টন এর ব্যবহারিক রয়েছে সেখানে পরীক্ষা হবে 45 নম্বরে। যে সকল বিষয়ের ব্যবহারিক নেই
সেখানে পরীক্ষা হবে ৫৫ নম্বরে। তাছাড়া ইংরেজি প্রথম পত্র ও দ্বিতীয় পত্র বিষয়ে 100 নম্বরের পরিবর্তে 50 নম্বরের পরীক্ষা হবে।
এসএসসি পরীক্ষার রুটিন প্রকাশ নিয়ে শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে ইতিমধ্যে রুটিন তৈরি করা হয়েছিল
কিন্তু তা বাতিল করা হয়েছে। নতুন রুটিন তৈরির কাজ চলছে খুব শীঘ্রই তা প্রকাশ করা হবে।
পরীক্ষা কবে শুরু হবে জানতে চাইলে শিক্ষা মন্ত্রণালয় জানায় আগামী জুলাই মাসের মাঝামাঝি সময়ে
এসএসসি পরীক্ষার রুটিন শিক্ষার্থীদের জন্য প্রকাশ করা হবে। রুটিন প্রকাশের পর
শিক্ষার্থীদের জন্য 7 থেকে 15 দিন সময় দেয়া হবে যার মধ্যে শিক্ষার্থীরা পরীক্ষা প্রস্তুতির নিবে।
সেই সময়ে পরবর্তীতে পরীক্ষা আয়োজন করা হবে অর্থাৎ জুলাই মাসের শেষের দিকে পরীক্ষা আয়োজন করার সম্ভাবনা রয়েছে।